অনার্স ভর্তির ২য় মেধা তালিকা ২০২৩

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | ৯:০০ অপরাহ্ণ
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

অনার্স ভর্তির ২য় মেধা তালিকা ২০২৩ প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেল ৪টায় এ তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনার্স ভর্তির ২য় মেধা তালিকা ২০২৩

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক ভর্তির ফলাফল এসএমএস (nu<space>athn<space>roll no) টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে) জানা যাবে। এছাড়া একইদিন বিকেল ৪টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে http://www.nu.ac.bd/admissions ফল পাওয়া যাবে। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় দ্বিতীয় ধাপের মেধা তালিকা, বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন : বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩

গত ২২ মে বিকাল ৪টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়ে চলে ৯ জুন পর্যন্ত রাত ১২টা পর্যন্ত। ভর্তির জন্য আবেদন করেছেন ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন। এর মধ্যে বিজ্ঞানে এক লাখ ৭৪ হাজার ৫৯১টি, ব্যবসায় শিক্ষা শাখায় এক লাখ ৬ হাজার ১৮৮ এবং মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫ আবেদন করেন।

পূর্ববর্তী নিবন্ধএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ছাড়
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলার ২০২৩