ইবি লেকের অতিথি পাখি পরিদর্শনে উপাচার্য

শাহীন আলম, ইবি প্রতিনিধি:
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৫৫ পূর্বাহ্ণ | 213 বার পঠিত
ইবি লেকের অতিথি পাখি

অতিথি পাখির আগমন আর তার কিচির মিচির আওয়াজে মুখরিত এখন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) লেক প্রাঙ্গণ। আর ইবি লেকের অতিথি পাখিদের সৌন্দর্য উপভোগ করতেই পড়ন্ত বিকেলে লেকের পাড়ে হঠাৎ উপস্থিত হলেন প্রকৃতি প্রেমী ইবি উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারী।

এসব অতিথি পাখিদের সখ্যতায় ক্ষণিকের বিস্ময়েই মোহাবিষ্ট হয় শিক্ষার্থী, দর্শনার্থী ও প্রকৃতি প্রেমী মানুষেরা। তাদের বেখেয়ালি কবি মন ডানায় মত্ত হয়ে পাখির সৌন্দর্যে আঁকে নিজস্ব গল্পের পট। আর নিজের অজান্তেই হয়তো বেঁধে চলে সাঁঝের মায়ায় বাস্তবিক গল্পের কাল্পনিক ক্রমানিক ধারা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এমন সৌন্দর্য উপভোগ করতেই প্রকৌশল ভবনের পিছনের বিশ্ববিদ্যালয় লেক পরিদর্শন করেন উপাচার্য। অবলোকন করেন অতিথি পাখির অবাধ বিচরণ। এসময় তার সাথে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল সহ অনেকে। তারাও উপাচার্যের সাথে মুগ্ধতার বিস্ময়ে উপভোগ করেন সহস্র পাখির এই কলকাকলী।

ইবি লেকের অতিথি পাখি পরিদর্শনে উপাচার্য

কচুরিপানার উপর হাঁটছে কিংবা পানির উপর ভেসে চলছে পাখির দল। মাঝে মাঝে ঝাঁক বেঁধে হঠাৎই উড়াল দিচ্ছে দিগন্তে। কিংবা মাথার উপর ঝাঁকে ঝাঁকে ঘুরছে পরিযায়ী পাখিরা। কলকাকলী আর বিচরণে মাতিয়ে তুলছে চারপাশ। যেন আজ আকাশ দখল নিয়েছে পাখির দল।

তাই সৌন্দর্যকে দীর্ঘস্থায়ী করতে লেকে আসা এসব পরিযায়ী পাখিদের শিকার এবং কোনরূপ ক্ষতি বা বিরক্ত না করার জন্যেও শিক্ষার্থী, দর্শনার্থী ও প্রকৃতি প্রেমীদের নির্দেশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইবি লেক পরিদর্শনের সময় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারী বলেন, ইবি লেকে অতিথি পাখির আগমন বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। বস্তুত, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে আমরা নানা প্রদক্ষেপ গ্রহণ করেছি। ইবি লেককে আমরা অতিথি পাখিদের অভয়ারণ্য বানাতে চাই। পাখিদের সুবিধার্থে লেকের মাঝে তৈরি করা হবে পাখিদের বসার জায়গা। সহস্র মাইল পাড়ি জমিয়ে ইবি লেকে আসা এসব অভুক্ত পরিযায়ী পাখিদের খাবারের ব্যবস্থাও করা হবে। যেন পাখিদের সাথে আমাদের গড়ে ওঠে একটি নিবিড় সখ্যতা।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/শাহীন/জেডআর

পূর্ববর্তী নিবন্ধলোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় সাবেক চেয়ারম্যান বদর নিহত
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ‘স্বপ্ন’ আজ বিলীন হওয়ার পথে!