জাককানইবি প্রথম মেধাতালিকা-jkkniu admission result 2022

এমসি রিপোর্ট
শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ | ২:২৭ পূর্বাহ্ণ | 109 বার পঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা-jkkniu admission result 2022

গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি-jkkniu admission result 2022) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মেধাতালিকা প্রকাশ করা হয়।

‘এ’ ইউনিটের মেধাতালিকায় প্রথম হয়েছেন ফারহানা পারভীন অনু। তার জিএসটি রোল:২৬১০২৮। ‘বি’ ইউনিটের মেধাতালিকায় প্রথম হয়েছেন নিশিতা পাল। তার জিএসটি রোল: ৩০৬০৫২। আর ‘সি’ ইউনিটের মেধাতালিকায় প্রথম হয়েছেন আবু সায়েদ মো. সাইফুজ্জামান। তার জিএসটি রোল: ৫২৭১৪৯।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে। যার মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সেলিম আল মামুন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরপর রয়েছে ‘বি’ এবং সর্বশেষ ‘সি’ ইউনিট।

নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা-jkkniu admission result 2022

এছাড়া ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১০ হাজার ১৭৬ জন, ‘বি’ ইউনিটে ৯ হাজার ১৪৭ জন এবং ‘সি’ ইউনিটে ৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী।

২০২১-২২ শিক্ষাবর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে মোট ১০৮০টি আসনে ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৬০টি, ‘বি’ ইউনিটে ৭০০টি এবং ‘সি’ ইউনিটে ২২০টি আসন রয়েছে।

নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

এর আগে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাতালিকা প্রকাশ করা নিয়ে সভায় বসে গুচ্ছ ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটি। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৮টায় এই সভা শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলো এককভাবে মেধাতালিকা প্রকাশ করতে চায়। তবে গুচ্ছের উপাচার্যদের সভার সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে মেধাতালিকা প্রকাশ করা। বিষয়টি নিয়ে আলোচনা করতেই সভা ডেকেছে টেকনিক্যাল কমিটি।

ওই সূত্র আরও জানায়, বিশ্ববিদ্যালয়গুলোর মেধাতালিকা কেন্দ্রীয়ভাবে নিজ নিজ বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই সভার আয়োজন করা হয়েছে। সভায় যে সিদ্ধান্ত নেওয়া হবে সেভাবেই মেধাতালিকা প্রকাশিত হবে।

জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা তৈরির কাজ শেষ করেছে।

এদিকে, গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

উপাচার্য জানান, জানুয়ারির ১ তারিখ থেকে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু হবে। সে জায়গায় শিক্ষকদের লোডটা কেমন হবে, তা একটু মাথায় রাখতে হবে। শিক্ষকরা যদি লোড ক্যালকুলেশন না করতে পারেন, তাহলে সেটি কিন্তু শিক্ষার ওপর চাপ বাড়াবে।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টিতে ২৪টি বিভাগে ২৩,২৮৪ জন শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন। তবে সুযোগ পাবেন ১০৮০ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়তে হচ্ছে প্রায় ২২ জনকে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ও ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে। যার মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিট; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট; এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে। এই তিনটি ইউনিটে মোট ১০৮০ টি আসনে ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৬০ টি, ‘বি’ ইউনিটে ৭০০ টি এবং ‘সি’ ইউনিটে ২২০ টি আসন রয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মোট ১০৮০টি আসনের বিপরীতে ২৩ হাজার ২৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল। বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ এবং ‘সি’ তিনটি ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি ১০ হাজার আবেদন জমা পড়েছিল ‘এ’ ইউনিটে।

পূর্ববর্তী নিবন্ধহাবিপ্রবির প্রথম মেধাতালিকা-hstu admission result 2022
পরবর্তী নিবন্ধবেরোবির প্রথম মেধাতালিকা-brur admission result 2022