শিল্পকলা একাডেমি চট্টগ্রামে চারদিনব্যাপী ভাস্কর্য প্রদর্শনী

ফোরকান রাসেল, চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫৪ পূর্বাহ্ণ | 228 বার পঠিত

শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আর্ট গ্যালারিতে আগামীকাল শুক্রবার বিকাল ৫ টা থেকে ‘নমনীয় ও কঠিন’ শীর্ষক ৪দিন ব্যাপী (২৮শে ফেব্রুয়ারি থেকে ২ই মার্চ) যৌথ ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যাণার্জী এবং শিল্প সমালোচক আবুল মনসুর।

চট্টগ্রাম ভাস্কর্য কেন্দ্র ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করছে। ২৬ জন শিল্পী ভাস্কর্য প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। প্রদর্শনী প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/জেডআর

পূর্ববর্তী নিবন্ধবিরাট কোহলিকে হটিয়ে অষ্টমবারের মতো ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্টিভ স্মিথ
পরবর্তী নিবন্ধশপথ নিলেন ঢাকার দুই মেয়র