৯০-এর মতো গণ-আন্দোলন গড়ে তুলতে হবে : নুর

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৮:২২ অপরাহ্ণ
নূরসহ সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্মারকলিপি
ফাইল ছবি

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আইন করলেই ধর্ষণ বন্ধ হবে না। ফাঁসির আদেশ দিয়ে ধর্ষণ ঠেকানো যাবে না। এর কারণ আমাদের দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। রাজনৈতিক প্রভাবে যেভাবে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফাঁসি দিলেও তাতে ধর্ষণ বন্ধ হবে না।

আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, এই স্বৈরশাসনের বিরুদ্ধে ৯০-এ যেভাবে আন্দোলন হয়েছিল সেভাবেই আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের দাবি একটাই, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি সংবিধান সংশোধন করে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হয় তাহলে সেটাই করতে হবে। রাষ্ট্র ও জনগণের জন্য, আইনও জনগণের জন্য। তাই রাষ্ট্র এবং জনগণের প্রয়োজনে আইনকে ১০০ বার সংশোধন করা যাবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর মো. ফরিদ উদ্দিনসহ অনেকে।

পূর্ববর্তী নিবন্ধফেনীতে ধর্ষণ বিরোধী লংমার্চে হামলা, আহত ৮
পরবর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর