৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | ২:৩৫ অপরাহ্ণ
কার্ড-বিকাশ-রকেটে জরুরি কেনাকাটায় মাশুল লাগবে না

সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সাল ভিত্তিক) নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ আসন বিন্যাস প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। ৭৭১টি পদে নিয়োগ পেতে ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা দেবেন চাকরি প্রত্যাশীরা। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।

সাত ব্যাংক হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান জানান, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। প্রবেশ পত্রে বলা আছে মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হবে না। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রে হুড়োহুড়ি করে ঢোকা যাবে না। দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ ছাড়া বড় বেঞ্চে দুই পাশে দুজন ও ছোট বেঞ্চে একজনকে বসতে দেওয়া হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) জানিয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ না করতে নির্দেশনা দেওয়া যাচ্ছে। মাস্ক ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

নাম ও শূন্য পদের সংখ্যা:

সোনালী ব্যাংক লিমিটেড ২৬৪টি, জনতা ব্যাংক লিমিটেড ১৩৯টি, রূপালী ব্যাংক লিমিটেড ২১১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১১৩ টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ০৮টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ৩০টি ও কর্মসংস্থান ব্যাংক ৬টি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ঘোরাফেরা সীমিতের নির্দেশ, থাকছে আইনানুগ ব্যবস্থা
পরবর্তী নিবন্ধঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে, এমসিকিউ ৪০ লিখিত ৪০