৭ আগস্ট থেকে রাবিতে ঈদের ছুটি

জান্নাতুল ফেরদৌস, রাবি প্রতিবেদক
শনিবার, ০৩ আগস্ট ২০১৯ | ৯:৪১ অপরাহ্ণ | 244 বার পঠিত
রাবির ২০১০-২০ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির সময় বৃদ্ধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঈদুল আজহা উপলক্ষে  ছুটি শুরু হচ্ছে আগামী ৭ আগস্ট থেকে। যা চলবে ২৪ আগস্ট পর্যন্ত। শনিবার (০৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার  এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত টানা ১৬ দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৫ আগস্ট রবিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ৮ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে, আগামী ৮ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। আর ২৪ আগস্ট সকাল ১০টার দিকে হলসমূহ  শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
মুক্ত ক্যাম্পাস/জান্নাতুল ফেরদৌস/জেডআর
পূর্ববর্তী নিবন্ধঅ্যাকর্ডের একতরফা সিদ্ধান্ত, চাকরি হারাচ্ছে শ্রমিকরা
পরবর্তী নিবন্ধটেক্সাসে শপিংমলে গুলিবর্ষণে নিহত ২০