৩৮তম বিসিএস নন-ক্যাডারে নিয়োগ পেলেন ২৭৭ জন

এমসি রিপোর্ট
শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | ১২:১৬ পূর্বাহ্ণ

৩৮তম বিসিএস উত্তীর্ণ হয়েও ক্যাডার না পাওয়া ২৭৭ জনকে নন-ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জনসংযোগ দফতর সূত্র বৃহস্পতিবার রাতে এ তথ্য জানায়।

সূত্র জানায়, ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অধীন পলিটেকনিক/মনো টেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর (নন-ক্যাডার) পদে সুপারিশপ্রাপ্ত ২৭৭ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়েছে।

এর আগে ৩৮তম বিসিএস থেকে কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে ৮৪৫ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জুন ৩৮ তম বিসিএসের চূড়ান্ত ফলে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধ২৪ নভেম্বর থেকে মাদরাসার বার্ষিক পরীক্ষা
পরবর্তী নিবন্ধপবিপ্রবি’র ২৩ শিক্ষকের গবেষণা পেল বিশ্বসেরার মর্যাদা