৩৩৩ মিলবে করোনাভাইরাস সংক্রান্ত সেবা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৪ মার্চ ২০২০ | ১০:২৬ পূর্বাহ্ণ

করোনা পরিস্থিতি মোকাবেলায় নতুন করে আরও ৫টি হটলাইন চালু করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এই নিয়ে আইইডিসিআরে হটলাইন নম্বরের সংখ্যা দাঁড়াল ১৯-এ। এছাড়া স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন নম্বর ১৬২৬৩ ফোন করেও করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য জানতে পারবে আগ্রহীরা।

শুক্রবার রাজধানীর মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ডা. অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, হটলাইনে গত ২৪ ঘণ্টায় কল এসেছে ৪ হাজার ৩২৯টি। এর মধ্যে করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য জানানোর জন্য কল করা হয়েছে ৪ হাজার ২১২টি। তবে অনেকে অভিযোগ করে বলছেন তারা হটলাইনে ঢুকতে পারছেন না।

এত কল আসলে স্বাভাবিকভাবেই লাইনগুলো ব্যস্ত থাকার কথা। আর সেজন্যই আইইডিসিআরের হটলাইনে মোট ১৯টি মোবাইল নম্বর যুক্ত হয়েছে। আইইডিসিআরের হটলাইন নম্বরগুলো তথ্য সেবা হেল্পলাইন নম্বর ৩৩৩-তে যোগ করা হয়েছে। এখন থেকে ৩৩৩-এ কল দিলে এসব হটলাইন নম্বরে কথা বলা যাবে বলেও জানান তিনি।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধকরোনা আতঙ্কে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে করোনাভাইরাস নিয়েই শিশুর জম্ম