২০২০ কোপা আমেরিকার ফাইনাল হবে কলম্বিয়ায়

স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ২৮ জুন ২০১৯ | ৯:৩১ অপরাহ্ণ | 275 বার পঠিত

কোপা আমেরিকার ২০২০ আসরের আয়োজক দেশ হিসেবে কলম্বিয়া ও আর্জেন্টিনার নাম ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটির ইতিহাসে এই প্রথম কোনো আসর দুটি দেশে হতে যাচ্ছে।

গত ছয় বছরের মধ্যে এটি হবে কোপা আমেরিকার চতুর্থ আসর। দক্ষিণ আমেরিকার ১০টি দেশ ও আমন্ত্রিত দুটি দল নিয়ে হবে আগামী আসর। আগামীবারের দুই আমন্ত্রিত দল হলো কাতার ও অস্ট্রেলিয়া।

বর্তমানে ব্রাজিলে চলতি আসরেও অংশ নিয়েছে আগামী বিশ্বকাপের স্বাগতিক দল কাতার।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধরিফাত হত্যায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে রেড অ্যালার্ট
পরবর্তী নিবন্ধপাঁচদিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী