১৫ দফা দাবিতে পেট্রোল পাম্পে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯ | ৮:০৭ পূর্বাহ্ণ

১৫ দফা দাবিতে সকাল থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

সকাল ৬টা থেকে তিন বিভাগেরই পাম্প থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহণ ও বিক্রি বন্ধ রয়েছে। এরআগে ৩০শে নভেম্বরের মধ্যে জ্বালানী তেল বিক্রির কমিশন ন্যুনতম সাড়ে সাত শতাংশ করা, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি, পুলিশি হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবি বাস্তবায়নের জন্য আল্টিমেটাম দিয়েছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

২৬শে নভেম্বর বগুড়ায় এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ডাক দেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান রতন।

মালিকদের এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে পেট্রোলিয়াম খাতের শ্রমিক সংগঠনগুলোও।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধজাবালে নূর বাসচাপায় নিহত রাজীব-দিয়া মামলার রায় আজ
পরবর্তী নিবন্ধনৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার