১৩৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে

মুক্ত ক্যাম্পাস ডেস্ক
বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ | 510 বার পঠিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭টি পদে মোট এক হাজার ৩৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। বিস্তারিত লিখেছেন তাহমিনা আক্তার।

পদের নাম

সহকারী পরিচালক, ফিল্ড অফিসার, কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটরসহ মোট ১৭টি পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

১৭টি পদে সর্বমোট ১৩৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাসসহ উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও অষ্টম পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে এখানে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ২৭ জুলাই, ২০১৯ দুপুর ১২টা এবং শেষ হবে ২৬ আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬টা।

মুক্ত ক্যাম্পাস/তাহমিনা

পূর্ববর্তী নিবন্ধপাঁচ শতাধিক অফিসার পদে নিয়োগ দেবে জনতা ব্যাংক
পরবর্তী নিবন্ধগুগলের বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা গ্যাবার্ডের