১০ মাসে কোরআন মুখস্থ করল ৯ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | ৯:২৮ পূর্বাহ্ণ
জান্নাতুল ফিরদাউস। বয়স মাত্র ৯ বছর। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শ্যামপুর গ্রামে। তার বাবা কামাল পাশা একজন গণমাধ্যম কর্মী এবং মা রাফিয়াতুল জান্নাত একজন গৃহিনী।
জান্নাতুল ফিরদাউস ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ওয়েটন ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের স্ট্যান্ডার্ড-টু’র ছাত্রী। জান্নাতুল ফিরদাউস মাত্র ১০ মাস সময়ের মধ্যে পবিত্র কুরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে।
 
ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুলের আরবী শিক্ষা শাখার বিভাগীয় প্রধান মাসুম বিল্লাহ বলেন,ওয়েটন স্কুলে গত দু’বছরে ১৮ জন হিফজুল কোরআন শিক্ষার্থী কুরআন মুখস্থ শেষ করেছে, কিন্তু জান্নাতুলের মত এত অল্প বয়সে এত অল্প সময়ে কেউ করতে পারেনি। আমরা ওর সাফল্যে সত্যিই গর্বিত।
তিনি আরো বলেন, সবচেয়ে বিস্ময়কর ঘটনা হল যখন বৈশ্বিক মহামারী করোনার প্রকোপে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তখন অনলাইনে হিফজ ক্লাসগুলোও জান্নাতুল অত্যন্ত মনোযোগের সাথে করায় দ্রুত পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে।
মুক্ত ক্যাম্পাস/রিফাত
পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধকরোনার কারণে বিদেশি শ্রমিক নেয়া স্থগিত করল মালয়েশিয়া