হিজাব পরে পার্লামেন্টে

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ০৮ মার্চ ২০২০ | ৮:১৬ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো ইসরাইলি পার্লামেন্ট নেসেটে হিজাব পরে অংশ নিয়েছেন আরবের সংখ্যালঘু নারী মুসলিম এমপি ইমান ইয়াসিন খাতিব। চলতি সপ্তাহে হিজাব পরে এবং মাথায় স্কার্ফ তিনি সংসদে প্রবেশ করেন। আরব পার্টি থেকে তিনি বিজয়ী হয়েছেন।

দলটি তাদের বেশিরভাগ ইসরাইলি আরব সংখ্যালঘুর ২১ শতাংশ ভোট পেয়েছে। যারা ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনি কিন্তু নাগরিকত্বের ভিত্তিতে ইসরাইলি।

চার সন্তানের জননী ৫৫ বয়সী এ নারী এমপি জাতীয় রাজনীতিতে প্রবেশের আগে নাজারেত শহরের উপকণ্ঠে ইয়াফাত আন-নাসরেহ গালিলি গ্রামে একটি কমিউনিটি সেন্টারের পরিচালক হিসেবে কাজ করতেন।

নাজারেতে এক সংবর্ধনা অনুষ্ঠানে আলোচিত ইসরাইলি মুসলিম নারী এমপি ইমান ইয়াসিন খাতিব বলেন, হিজাব পরার জন্য আমি জনগণকে কাছে টেনেছি বিষয়টা এ রকম না। বরং আমার যোগ্যতা ও আমার কমিউনিটি আমাকে নির্বাচিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এমপি খাতিব নির্বাচিত হওয়ার পর তার এলাকায় ব্যাপকভাবে অভিনন্দিত হয়েছেন।

নাজারেতের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সঙ্গে সেলফি তোলার জন্য তরুণরা ভিড় জমায়।

এই মুসলিম নারী এমপি বলেন, আমি হিজাব পরার কারণে বিভিন্ন পর্যায়ে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু আমি সব সময় মানুষকে বলেছি, আমি কি পরেছি তা নয়, বরং আমি কী তা দেখুন।

মুক্ত ক্যাম্পাস/এএসআর

পূর্ববর্তী নিবন্ধকৃষকের গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধকরোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬০০, আক্রান্ত ১ লাখ ৬ হাজার