হিজড়াদের বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯ | ৭:১৫ অপরাহ্ণ | 122 বার পঠিত

বাসা বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, পার্ক, দোকান পাট সর্বত্রই নকল হিজড়াদের উৎপাত বেড়েছে। তাদের বেপরোয়া চাঁদাবাজিতে রীতিমত অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। নিয়মিত চাঁদাবাজির পাশাপাশি শুরু হয়েছে নতুন নতুন কৌশলে চাঁদাবাজি।

বিয়ে বিয়ে খেলা, হিজড়া বানানোর প্রলোভন এবং জিম্মি নাটক করে চলছে বেপরোয়া চাঁদাবাজি। কারো সন্তান হলে, বিয়ে, সুন্নতে খাতনা কিংবা কোনো সামাজিক অনুষ্ঠান হলেই দলে বলে ভয়ঙ্করভাবে হানা দিচ্ছে হিজড়ারা।

চাঁদার হার করা হয়েছে কয়েকগুণ বেশি। আগে যেখানে ১০/২০ টাকা দিয়ে পার পাওয়া যেত সেখানে এখন ৫০/১০০ টাকা ক্ষেত্র বিশেষে ৫০০০/১০০০০ টাকা ও আদায় করা হচ্ছে। টাকা না দিলে অনেকটা হেনস্থা করা শুরু করে। মান সম্মানের ভয়ে অনেকেই টাকা দিতে বাধ্য হন।

তারপরও যারা টাকা দেন না তাদের সঙ্গে করা হয় অসভ্য আচরণ। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর সামনে হিজড়ারা এমন আচরণ করে চাঁদা তুলে। কিন্তু তারা শুধুমাত্র দর্শকের ভূমিকা পালন করে। এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আসল হিজড়াদের ভিড়ে নকল হিজড়াদের উৎপাত বেড়েছে আশঙ্কাজনকভাবে। আসল হিজড়াদের চেয়ে বেপরোয়া আচরণ করে নকল হিজড়ারা।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধমানিকগঞ্জের গরীবের ডাক্তার লুৎফর রহমান
পরবর্তী নিবন্ধচাকরির বয়স বাড়ানোসহ চার দফা দাবিতে কাফন সমাবেশ