হাল্ট প্রাইজের আন্তর্জাতিক আসর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

চবি প্রতিনিধি:
সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ৬:৫৬ অপরাহ্ণ | 126 বার পঠিত

জাতিসংঘের সাথে অংশীদারিত্বে বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন ‘হাল্ট প্রাইজ’র বিজনেস প্রতিযোগিতার রিজিওনাল সামিট হচ্ছে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশে এই প্রতিযোগিতার ২ টা ভেন্যুর মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাউন্ডের বিজয়ী টিমগুলো অংশগ্রহণ করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম কোনো আয়োজনে বেশি সংখ্যক বিদেশি প্রতিযোগী অংশগ্রহণ করবে।

হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের গ্লোবাল ম্যানেজার হামদি বেন এলমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিমকে এ তথ্য নিশ্চিত করেন।

২০১৮ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাসে রাউন্ড হলেও এবারই প্রথম রিজিওনাল সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। চবিতে এবার এই প্রতিযোগিতার অন ক্যাম্পাস রাউন্ডে প্রায় ৩ শতাধিক টিম রেজিস্ট্রেশন করে। ফলে গ্লোবার র‍্যঙ্কিংয়ে ২য় অবস্থানে উঠে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম।

এ বিষয়ে হাল্ট প্রাইজের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিরেক্টর তৌফিক আহমেদ উচ্ছাস বলেন, ‘এবারই প্রথম আমাদের ক্যাম্পাসে এই আয়োজনটা হচ্ছে। আশা করছি প্রতি বছরই দেশি-বিদেশি টিমগুলোর সমন্নয়ে একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি হবে চট্টগ্রামে।’

উল্লেখ্য, হাল্ট প্রাইজ বিশ্বের ১২১ টিরও বেশি দেশের ২০০০ এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতার আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। প্রতিবছর এ বিজনেস আইডিয়ার প্রতিযোগীদের থেকে সেরা সামাজিক ব্যবসার ধারণাকারীদের বিশ্বব্যাপী বিজয়ী ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এবং সেরা ব্যবসার ধারণার জন্য ব্যবসাটির মূলধন হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটেক্সটাইলস শিক্ষায় সহায়তা করতে চায় জার্মানি
পরবর্তী নিবন্ধজাতিসংঘ শান্তি পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া পিপিএম