হালদা দূষণের অভিযোগে হাটহাজারী বিদ্যুৎকেন্দ্র বন্ধের নির্দেশ

মুক্ত ক্যাম্পাস প্রতিবেদক
বুধবার, ১৭ জুলাই ২০১৯ | ৮:০০ অপরাহ্ণ | 242 বার পঠিত

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী দূষণের অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ইটিপি নির্মাণ এবং অয়েল সেপারেটর কার্যকর না করা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে শুনানি শেষে অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জম হোসাইন এ নির্দেশ দেন। অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিন আগে সরেজমিন পরিদর্শনে পাওয়ার প্ল্যান্টের অপরিশোধিত বর্জ্যে নদী দূষণের প্রমাণ মিলেছে। গত ৯ জুলাই হাটহাজারীর বিদ্যুৎকেন্দ্রটির বর্জ্য তেলে হালদা দূষণের প্রমাণ পাওয়ার পর ওই দিনই অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান মল্লিক কেন্দ্রটির কর্তৃপক্ষকে ১৭ জুলাই চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানিতে হাজির হতে নোটিশ দেন।

এর আগে গত ৮ জুলাই সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এগার মাইল এলাকায় গিয়ে দেখতে পান, টানা বৃষ্টির সুযোগে ছেড়ে দেয়া হয়েছে হাটহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টের তরল বর্জ্য। যা সরাসরি গিয়ে মিশছে হালদা নদীতে।

ওই ঘটনার পরপরই ছবি-প্রমাণসহ একটি প্রতিবেদন পরিবেশ অধিদফতরে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে ওই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপককে আজ (১৭ জুলাই) পরিবেশ অধিদফতরে শুনানিতে হাজিরের জন্য নোটিশ দেয়া হয়।

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধবিরতিহীন ‘বেনাপোল এক্সপ্রেস’ পেয়ে উৎফুল্ল স্থানীয়রা
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে গৃহবধূকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা