জবি শিক্ষার্থীর উপর হামলা, মামলা তুলে নিতে হুমকি

জবি প্রতিনিধিঃ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | ৮:৩৯ অপরাহ্ণ | 144 বার পঠিত

পূর্ব শত্রুতার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর ১৫ তম ব্যাচের ফার্মেসী বিভাগের ইয়াহিয়া খান ও তার পরিবারের উপর দুই দফায় হামলা করেছে তাদের স্থানীয় কিছু দুর্বৃত্তরা। চাঁদপুর জেলার কচুয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

এ নিয়ে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) কচুয়া থানায় ৭ জনকে আসামী করে মামলা করেছেন ওই শিক্ষার্থীর চাচা মো. মিজান। আসামীরা হলেন রুহুল আমিন (৪০), দেলোয়ার (৪২), জাহিদ (৩০), আলম (২৮), সাফারুল্লাহ (৩২), মহিন (২২), ইমান (১৯) সহ আরো অনেকে। মামলার পর থেকে বাদী ও তার পরিবার কে নানা ভাবে হুমকি দিচ্ছে আসামীপক্ষ।

অভিযোগপত্র মারফত জানা যায়, আসামী পক্ষ অনেক আগে থেকেই ওই শিক্ষার্থীর পরিবারের সম্পদের লোভে ও বিভিন্ন কারণে হুমকি দিয়ে আসছিল।

জবি শিক্ষার্থী ইয়াহিয়া মুক্ত ক্যাম্পাসকে জানান, গত ২৫ এপ্রিল ওই শিক্ষার্থীর চাচার বাড়ির সামনে আসামী পক্ষের সাথে অন্য এক পক্ষের কথা কাটাকাটি চলছিল। এসময় ওই শিক্ষার্থীর চাচা এগিয়ে গিয়ে বিষয়টি প্রতিবাদ করলে তার উপর হামলা করে আসামীপক্ষের লোকজন। পরবর্তীতে ওই শিক্ষার্থী এগিয়ে আসলে তার উপরও চড়াও হয় তারা।

এর পর গত ২৭ এপ্রিল এলাকায় স্থানীয় মুরব্বিদের সমন্বয়ে সালিশের সময় পুনরায় ওই শিক্ষার্থীর দুই চাচা মো. মীজান, মুফতি রহমত উল্লাহ ও শিক্ষার্থী সহ উপস্থিত কয়েকজন এর উপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা করে আসামীপক্ষ।

এসময় গুরুতর আহত অবস্থা ওই শিক্ষার্থী, দুই চাচাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, বিষয়টি আমাকে জানানো হয়েছে।ওখানকার উপজেলা চেয়ারম্যান আমার পরিচিত। আমি কথা বলেছি তার সাথে। এছাড়াও আমি স্থানীয় প্রশাসন ও থানার সাথে কথা বলবো এবং সর্বাত্মক সহযোগিতা করবো।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/ইমন/জেডআর

পূর্ববর্তী নিবন্ধকমছে করোনার প্রকোপ, লকডাউন শিথিল করছে অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধসামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্র, চীনের পরই ভারত