বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াচ্ছে হাঙ্গেরি

এমসি রিপোর্ট
শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১ | ১১:২৯ অপরাহ্ণ
সুইডেনে উচ্চশিক্ষার জন্য আবেদন করবেন যেভাবে

আগামী বছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরি তে বৃত্তির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুইজারল্যান্ডের জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পিটার সিজার্তো। বৈঠকে ড. মোমেন বাংলাদেশের শিক্ষার্থীদের হাঙ্গেরিতি বৃত্তি প্রদানের জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা বাড়ানোরও অনুরোধ করেন। জবাবে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে আশ্বস্ত করেন।

তিনি বলেন, হাঙ্গেরি সরকার আগামী বছরে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বাড়িয়ে দেবে।

অস্ট্রিয়ার ভিয়েনার বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, চলতি বছর জুলাই মাসের শুরুর দিকে বাংলাদেশ ও হাঙ্গেরি ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম প্রোগ্রাম’ শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ থেকে বছরে ১৩০ জন ছাত্রছাত্রী হাঙ্গেরিতে পূর্ণ বৃত্তিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০১৭ সালে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক অনুযায়ী গত তিন বছর ধরে হাঙ্গেরি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক ১০০টি বৃত্তি প্রদান করে আসছে।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধ২০০ শিক্ষার্থীকে ইংলিশ ভাষা শিক্ষা দেবে মার্কিন দূতাবাস
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু আজ