হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ১৩ জুন ২০২০ | ৮:৫৩ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের কারণে হজ বাতিলের কথা বিবেচনা করছে সৌদি সরকার।

সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। ১৯৩২ সালে রাজ পরিবারের মাধ্যমে সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর এবারই প্রথম হজ বাতিল হতে পারে।

ওই কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, খুব সতর্কতার সঙ্গে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে এবং বেশ কিছু দিকই বিবেচনায় রয়েছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে একটি সিদ্ধান্ত দেয়া হবে।

বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের দেশ ইন্দোনেশিয়া আগেই জানিয়েছে তারা এ বছর তাদের নাগরিকদের হজ করতে যাওয়ার অনুমতি দেবে না। এবারের হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া।

প্রতিবছর সারাবিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করতে সৌদি আরব যান।

মুক্ত ক্যাম্পাস/এএমআর

পূর্ববর্তী নিবন্ধআইসিসির নতুন চেয়ারম্যান কে হবেন
পরবর্তী নিবন্ধবাংলাদেশি কর্মীদের মধ্যপ্রাচ্যে ভিসার মেয়াদ বাড়বে