সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০ | ৩:০১ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজরামপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর নতুনপাড়ার মৃত মুসলিম উদ্দিনের ছেলে গোলাম রাব্বানী (৫৫) ও মেয়ে উপ-রাজারামপুর কিন্ডার গার্ডেন প্রথম শ্রেণির ছাত্রী সাদেকিনা রোশনী (৫)। গোলাম রাব্বানী একজন ঔষধ ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে গোলাম রাব্বানী মেয়ে সাদেকিনা রোশনীকে নিয়ে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিল। এসময় রাজশাহীগামী একটি ট্রাক গোলাম রাব্বানীর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় বাবা মেয়ে। এঘটনায় ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। তবে রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম।

প্রসঙ্গত, সারা দেশে গত বছর সড়কে দুর্ঘটনা ঘটেছে ৪ হাজার ৭০২টি। এতে নিহত হয়েছে ৫ হাজার ২২৭ জন। আর আহত ৬ হাজার ৯৫৩ জন। এ সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকায়, ৩০৯টি। বছরটিতে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। ২০১৯ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান নিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নিসচা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন এবং নিসচার ১২০টি শাখা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। ২০১২ সাল থেকে প্রতি বছর সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করে আসছে নিসচা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে রেলপথে ১৬২টি দুর্ঘটনায় নিহত হয়েছে ১৯৮ জন, আহত ৩৪৭ জন। নৌপথে ৩০টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৬৪ জন এবং আহত হয়েছে ১৫৭ জন, আর নিখোঁজ ১১০ জন। তবে গত বছর আকাশপথে কোনো দুর্ঘটনা ঘটেনি।

এদিকে গত দুই বছরের তুলনায় ২০১৯ সালে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। ২০১৮ সালের তুলনায় গত বছর সড়ক দুর্ঘটনা ১ হাজার ৫৯৯টি বেশি হয়েছে। ২০১৮ সালে ৩ হাজার ১০৩টি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৪ হাজার ৩৯ জন ও আহত হয়েছিল ৭ হাজার ৪২৫ জন। এর আগের বছর ৩ হাজার ৩৪৯টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৬৪৫ জন নিহত ও ৭ হাজার ৯০৮ জন আহত হয়েছিল।

মুক্ত ক্যাম্পাস/এসআর

পূর্ববর্তী নিবন্ধইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নতুন ভবনের কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল জবি