স্মার্ট প্রযুক্তি উদ্ভাবনে সেরা দশে ডুয়েট

ডুয়েট প্রতিনিধি
শনিবার, ৩০ নভেম্বর ২০১৯ | ৯:৩৪ পূর্বাহ্ণ | 619 বার পঠিত
রেড কার্পেট থ্রিসিক্সটিফাইভ ও বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায়, ২৮ থেকে ৩০ নভেম্বর, তিনদিন ব্যাপী “বাংলাদেশ স্মার্টসিটি এক্সপো-২০১৯” আয়োজিত হয়। সেখানে “ইনোভেশন ফর স্মার্টসিটি” প্রতিযোগিতায় সেরা দশে স্থান পায় ডুয়েটের অনন্য তিনটি উদ্ভাবন।
ROBOMENT এর তত্বাবধানে তাদের এই অসাধারণ উদ্ভাবন গুলো ছিল, “ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সপোর্ট রোবট”, “বাস প্যাসেঞ্জার ও ফুয়েল মনিটরিং সিস্টেম” এবং “আইওটি ইজিয়ার”। কম খরচে ও স্বল্প সময়ে ইন্ডাস্ট্রিতে মালামাল পরিবহনের জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সপোর্ট রোবট ব্যবহার করা যাবে। ইন্টারনেট অফ থিংগস ব্যবহার করা এই রোবটের মাধ্যমে কাঁচামাল ও রেডি প্রোডাক্ট গুলো খুব সহজেই ঝামেলা ছাড়াই বিনা পরিশ্রমে গন্তব্যে পৌঁছে যাবে।
অন্যদিকে গাড়ির প্যাসেঞ্জার গণনাকারী ডিভাইসের মাধ্যমে সিটিং সার্ভিসে পথিমধ্যে চেকার দিয়ে গণনার সমস্যাটার সমাধান হয়েছে। থাকছে গণ-পরিবহণ গুলোর নিজের সাথে ঘেঁষাঘেঁষি প্রতিরোধের অনন্য আবিষ্কার। ফুয়েল মনিটরিং এর গাড়ির মালিক তেল চুরি প্রতিরোধ করতে পারবে। গাড়িতে ওভার-লোড নিলেই সংকেত বাজবে ও আইওটি নোটিফিকেশন যাবে গাড়ির মালিকের কাছে। আর আরেক মজাদার উদ্ভাবন ছিল আইওটি ইজিয়ার যা দিয়ে সাত-আট বছরের বাচ্চারা নিজ হাতেই দু-মিনিটেই তৈরি করছিল তাদের খেলনা রিমোট কন্ট্রোল গাড়ী সহ আরও ছয়শ ডিভাইস। ‘প্লাগ এন্ড প্লে এবং সবার জন্য রোবটিক্স’ ছিল এই আইওটি ইজিয়ারের মূলমন্ত্র। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী মিলে তাদের এই প্রযুক্তি গুলো উদ্ভাবন করে।
উদ্ভাবকেরা হলেন- ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিদরাত মুনতাহা নূর প্রান্ত, ফজলে রাব্বি, আতিকুর রহমান, মোঃ জাহেদুল ইসলাম, সাদিয়া বর্ষা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সুকান্ত শর্মা শিপ্লব, দীপ চৌধুরী, মোঃ রাকিবুল হাসান ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের যারিন তাসনিম তামান্না ও পাপ্পুরাজ ভট্টাচার্য্য ও গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র তানজিম ইকরাম।
শুরু থেকে তাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন ডুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। ডুয়েটের সকল শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ তাদের রিতীমত পরিচর্যা ও উৎসাহ যুগিয়ে যাচ্ছেন বলে জানান অংশগ্রহনকারী শিক্ষার্থীরা। এক্সপোতে সবার নজর কাড়ে এইসব চোখ ধাঁধানো উদ্ভাবন যা প্রমাণ করে আমরাও পারি, উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে ডুয়েট ও এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশ এবং বাংলাদেশের নামের আগে ডিজিটাল ট্যাগ টি যথার্থই বটে।
ROBOMENT এর উপদেষ্টা হিসেবে আছেন ডুয়েটের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী এবং চেয়ারম্যান হিসেবে আছেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিঃ ডেসকোর  উপ-বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান, চীফ কো-অর্ডিনেটর হিসেবে আছেন সুকান্ত শর্মা শিপ্লব।
মুক্ত ক্যাম্পাস/জেডআর
পূর্ববর্তী নিবন্ধকর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন
পরবর্তী নিবন্ধসুন্দরী থাকার রহস্য ফাঁস করলেন ম্যাডোনা