ইবিতে পালিত হবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

শাহীন, ইবি প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০ | ১১:২৯ অপরাহ্ণ
ইবিতে পালিত হবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হবে।

দিবসটি উপলক্ষে আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।এরপর সেখানে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। স্বাগত বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ছাত্র-উপদষ্টা ও উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সহায়ক ও সাধারণ কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।

সভা শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী’র ক্ষণগণনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ঘড়ি স্থাপন করা হবে।

এরপর উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারী’র সাথে সৌজন্য সাক্ষাত করবে বিশ্ববিদ্যালয়ের নব নির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপাচার্যের সভাকক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে একটি সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং নব নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আকতার হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মো. মেহের আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সহ নির্বাচিত সকল নেতৃবৃন্দ।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/শাহীন/এমআর

পূর্ববর্তী নিবন্ধইবিতে ছিনতাইয়ের প্রতিবাদে মিছিল
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ