সৌদি আরবগামী বিমানের সব ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | ২:০৮ অপরাহ্ণ
পাসপোর্ট ছাড়া বিদেশ গমন

মহামারি করোনার সংক্রমণ রোধে সৌদি আরব এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক রুটে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। দেশটির নিষেধাজ্ঞার কারণে আজ সোমবার থেকে বাংলাদেশ বিমানও জেদ্দা, রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। তিনি বলেন, ‘এ সময় বিমানের টিকিট কাটা যাত্রীদের পুনরায় ফ্লাইট চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে।’

প্রসঙ্গত, বিশ্বের একাধিক দেশে নতুন ধরনের করোনা সংক্রমণের খবরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে সৌদি সরকার। তবে বর্তমানে সৌদি আরবে অবস্থানকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। একই সঙ্গে স্থল ও জলপথের সীমানাও বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।

যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে এসপিএ।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত
পরবর্তী নিবন্ধছাত্র-শিক্ষক প্রেম ও যৌনতা নিষিদ্ধ করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়