সৌদির রাজধানী রিয়াদে ইয়েমেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২৬ আগস্ট ২০১৯ | ১০:০১ অপরাহ্ণ | 159 বার পঠিত

সৌদি আরবের রাজধানী রিয়াদে বোমা হামলা চালিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। একটি শক্তিশালী ড্রোনের মাধ্যমে কৌশলগত এ লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইয়েমেনি সেনারা। খবর আল-জাজিরার।

আজ সোমবার (২৬ আগস্ট) ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়েমেনে সেনা ড্রোনের মাধ্যমে সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় আকারের অপারেশন চালিয়েছে।

জেনারেল সারিয়ি বলেন, রিয়াদের এ মিশনে সামাদ-৩ ড্রোন ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালানো হয়। সেনা মুখপাত্র জেনারেল সারিয়ি সৌদি আরবের বেসামরিক লোকজনকে সতর্ক করে বলেন, তারা যেন সামরিক অবস্থানগুলো থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন। তিনি সৌদি আরবে হামলা চালানো তাদের বৈধ অধিকার বলে উল্লেখ করেন।

সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ ২০১৫ সাল থেকে ইয়েমেনে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে। ইয়েমেনও পাল্টা প্রতিরোধ মূলক অবস্থান গড়ে তুলেছে এবং গত কয়েক মাস ধরে সৌদি আরবের ভেতরে বিশেষ করে ড্রোন হামলা জোরদার করেছে।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধআমাজনে আগুন নেভাতে ২ কোটি ডলার সহায়তার ঘোষণা জি-৭ নেতাদের
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধারা ডিজিটাল পরিচয় পত্র পাবেন