সেপ্টেম্বর এ প্রকাশ পেয়েছে Noise ব্যান্ড এর প্রথম গান “অতীতের ব্যাখ্যা”

বিনোদন প্রতিবেদক
বুধবার, ২৮ অক্টোবর ২০২০ | ৯:১৭ অপরাহ্ণ | 162 বার পঠিত

১৭ সেপ্টেম্বর প্রকাশ পায় Noise ব্যান্ড এর প্রথম গান “অতীতের ব্যাখ্যা”। গানটি গীতিকার নিয়ামুল নিশাদ, সুরকার তৌহিদুর রহমান দীপ এবং সংগীত পরিচালনা করেছে চট্টগ্রাম এর অন্যতম সংগীত পরিচালক সালেহীন প্রিন্স। চট্টগ্রামের কিউব রেকর্ডস স্টুডিও তে গানটির সকল কাজ সম্পন করা হয়।

বাংলাদেশ এর সব থেকে বড় আসক্তি পুনর্বাসন নিবাস “আপন” সহ চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন স্থানে গানটির মিউজিক ভিডিও শুটিং করা হয়। সম্ভবত বাংলাদেশের এটি প্রথম মিউজিক ভিডিও যেখানে মূল আসক্তি পুনর্বাসন নিবাস সরাসরি দেখা যাবে।

বর্তমানে বাংলাদেশ এর ব্যান্ড সংগীতের কপিরাইট সমস্যা কারনে গানটির সকল কপিরাইট পেপারস তৈরি করা হয়েছে। গীতিকার, সুরকার, কন্ঠশিল্পি ও সংগীত পরিচালক শুধু মাত্র বৈধভাবে Noise ব্যান্ডের হয়ে গানটি পরিবেশন করতে পারবে। এছাড়া অন্য কোন ব্যান্ড কিংবা ব্যাক্তি বানিজ্যিক বা অবৈধভাবে পরিবেশন করলে তা আইনত ব্যাবস্থা নেওয়া হবে।

 

পূর্ববর্তী নিবন্ধ৭ মাস পর শুরু বাংলাদেশ-ভারত বিমান চলাচল
পরবর্তী নিবন্ধথানার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই নিখোঁজ তিথি সরকার