সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন

অনলাইন ডেস্ক
রবিবার, ২৫ অক্টোবর ২০২০ | ৫:৩২ অপরাহ্ণ
jahaj

সেন্টমার্টিনে বেড়াতে যাওয়ার পর বৈরী আবহাওয়ার কারণে সেখানে আটকে পড়া চার শতাধিক পর্যটক ফিরেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় আজ পর্যটকবাহী জাহাজে চড়ে কক্সবাজার ফিরেছেন তারা। এর আগে বৈরী আবহাওয়ার কারণে তিন দিন ধরে দ্বীপে আটকে ছিলেন তারা।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক নয়ন শীল বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক হওয়ায় নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।’

কক্সবাজার আবহাওয়া কার্যালয় বলছে, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় কক্সবাজারের উপকূলে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। নাফনদী ও সমুদ্র শান্ত আছে। ফলে মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযানকে চলাচল করতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২০২২ থেকে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক চালু
পরবর্তী নিবন্ধসমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী