বইমেলায় শেকৃবি শিক্ষার্থীদের লেখা ‘সৃজন সম্ভার’

শেকৃবি প্রতিনিধি :
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ১১:৫৯ অপরাহ্ণ | 233 বার পঠিত
অমর একুশে বইমেলা ২০২০ এ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের লেখা বই সৃজন সম্ভার প্রকাশিত

অমর একুশে বইমেলা ২০২০ এ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের লেখা বই ‘সৃজন সম্ভার’ প্রকাশিত হয়েছে। শেকৃবি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের লেখা সংকলন করে শেকৃবির অন্যতম সাহিত্য বিষয়ক সংগঠন শেকৃবি সাহিত্য সংসদ ও বাংলার প্রকাশনার যৌথ উদ্যোগে বইটি মেলায় এসেছে।

‘সৃজন সম্ভার’ বইটিতে রয়েছে ১১টি গল্প এবং ১১টি কবিতা। বাংলার প্রকাশনার ৩৩৭-৩৩৮ নং স্টলে বইটি পাওয়া যাবে। বিক্রয়মূল্য মাত্র ১১০ টাকা।

বইমেলায় শেকৃবি শিক্ষার্থীদের লেখা ‘সৃজন সম্ভার’

শেকৃবি সাহিত্য সংসদ প্রতিবছর বই মেলায় শেকৃবি শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে বই প্রকাশ করে। এ বিষয়ে শেকৃবি সাহিত্য সংসদের সভাপতি খালেদ ফেরদৌস মুন বলেন, সাহিত্য সমাজের দর্পন। সৃজনশীলতা ও সাহিত্যের চর্চা আমাদের মধ্য থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। এজন্যই সাহিত্য চর্চার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে, মেধা মননকে বিকশিত করে সৃজনশীলতার চর্চা বাড়াতে, নতুন লেখকদের কিছুটা সুযোগ করে দিতে এবং সর্বোপরি অমর একুশে বইমেলায় প্রিয় শেকৃবির প্রতিনিধিত্ব করতেই আমাদের এই আয়োজন৷

মুক্ত ক্যাম্পাস/হানিফ/জেডআর

পূর্ববর্তী নিবন্ধঢাকায় যানজটে অপচয় হচ্ছে দৈনিক ৫০ লাখ কর্মঘণ্টা!
পরবর্তী নিবন্ধচবিতে সাংবাদিককে লাঞ্ছিতকারী ছাত্রলীগকর্মী বহিষ্কার