সুপার টুয়েলভে বাংলাদেশের সব ম্যাচ বিকেলে

স্পোর্টস ডেস্ক
শনিবার, ২৩ অক্টোবর ২০২১ | ১০:৫৭ পূর্বাহ্ণ
রেকর্ড জয়ে বিশ্বকাপের সুপার ‍টুয়েলভে বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে আজ শনিবার (২৩ অক্টোবর) শুরু হচ্ছে সেরা ১২ দলের মূল লড়াই। যার পোশাকি নাম ‘সুপার টুয়েলভ রাউন্ড’। অনেকের কাছে এটাই আসল বিশ্বকাপ। প্রথম রাউন্ডের দুই গ্রুপ থেকে দুটি করে দল পেয়েছে সুপার টুয়েলভের টিকিট। র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলছে এই পর্বে।

আইসিসি নিয়ম সংশোধন করায় প্রথম পর্বে গ্রুপের অবস্থানের ভিত্তিতেই নির্ধারিত হচ্ছে সুপার টুয়েলভের গ্রুপ সিডিং। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের সঙ্গে হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। আর তাতে নিশ্চিত হয়ে গেছে সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপ ও খেলার সময়সূচি।

রানার্সআপ হিসেবে বাংলাদেশের ঠিকানা ‘গ্রুপ-২’- তে। যেখানে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্ব থেকে এরমধ্যেই সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলা শ্রীলঙ্কাও গ্রুপ চ্যাম্পিয়ন। সেদিক থেকে শ্রীলঙ্কাও পড়ছে বাংলাদেশের গ্রুপে।

প্রথম রাউন্ডে গ্রুপ রানার্সআপ হওয়ায় সুপার টুয়েলভে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘১’-এ। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলংকা।

বাংলাদেশের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া স্কটল্যান্ড সুপার টুয়েলভের গ্রুপ ‘২’-এ লড়বে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ‘এ’ গ্রুপের রানার্সআপ নামিবিয়ার সঙ্গে। দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর দুবাইয়ে ফাইনাল।

বাংলাদেশ সময় আজ শনিবার বিকেল ৪টায় আবুধাবিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার টুয়েলভের লড়াই। রাত ৮টায় দুবাইয়ে আরেক হাইভোল্টেজ ম্যাচে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

গত আসরের দুই ফাইনালিস্ট এবার নিজেদের প্রথম ম্যাচেই পরস্পরের মুখোমুখি। একই ভেন্যুতে আগামীকাল রাত ৮টায় মাঠে গড়াবে সব ম্যাচের সেরা ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ। একইদিনে বিকেল ৪টায় শারজায় শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভে বাংলাদেশের যাত্রা শুরু হবে।

জেনে নিন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ম্যাচগুলোর সময় সূচি

২৪ অক্টোর রবিবার

বাংলাদেশ বনাম ‘এ’ ১ (সম্ভাব্য শ্রীলঙ্কা)

শারজাহ বিকেল ৪টা

২৭ অক্টোবর বুধবার

বাংলাদেশ বনাম ইংল্যান্ড

আবুধাবি বিকেল ৪টা

২৯ অক্টোবর শুক্রবার

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

শারজাহ বিকেল ৪টা

২ নভেম্বর মঙ্গলবার

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

আবুধাবি

বিকেল ৪টা

৪ নভেম্বর বৃহস্পতিবার

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

দুবাই

বিকেল ৪টা

প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় অনুযায়ী শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি ও টি-স্পোর্টস।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধঢাবির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধপর্যটকদের জন্য খুলছে মালয়েশিয়া