সুদানে ফ্যাক্টারিতে অগ্নিকাণ্ডে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯ | ৯:২১ পূর্বাহ্ণ
রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট

সুদানের রাজধানী খারতুমের একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে প্রায় ২৩ জন নিহত হয়েছেন আহত প্রায় ১৩০ জন।বিষয়টি নিশ্চিত করেছেন ওই দেশের স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অগ্নিদগ্ধদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর খারতুমের একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এক বিবৃতিতে বলা হয়েছে, একটি বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ জন নিহত এবং আরও ১৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে। একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আহতদের চিকিৎসায় সাধারণ নাগরিকদের রক্তদানের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এক কর্মী এএফপিকে বলেন, ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ওই ফ্যাক্টরি কম্পাউন্ডে বেশ কিছু পার্ক করা গাড়িতেও আগুন ধরে গেছে।

মুক্ত ক্যাম্পাস/এসআর

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে দ্বিতীয় ভাষার মর্যাদা পেল বাংলা