সুদবিহীন ঋণ পাচ্ছেন চবির ৩৭৫০ শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ | ৬:৩৬ অপরাহ্ণ
চলতি বছরেই চবির পঞ্চম সমাবর্তন!

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুদহীন ঋণ পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭৫০ শিক্ষার্থী। অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে এনড্রয়েট ডিভাইস বা স্মার্ট ফোন ক্রয়ের জন্য এ সুবিধা পাচ্ছেন তারা। সারা দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঋণ দিচ্ছে ইউজিসি।

সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীদের “Android Device/Smart Phon” ক্রয়ের জন্য “Soft Loan” অনুমোদন কমিটির প্রথম সভা চবিতে অনুষ্ঠিত হয়। উপাচার্য দপ্তরের সভা শেষ হলে আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। সভায় কমিটির যুগ্ন আহবায়ক চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, সদস্য ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুলতান আহমেদ, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, হিসাব নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা প্রমুখ।

সভায় বিস্তারিত আলোচনার পর ইউজিসি অনুমোদিত ৩৭৫০ জন শিক্ষার্থীকে “Soft Loan” প্রদানের বিষয়ে গঠিত কমিটি যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে দ্রুত লোন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সম্পর্কে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধযাবজ্জীবনের সময়সীমা জানা যাবে ১ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধগবেষণায় কাট-পেস্ট’কে বড় রোগ অভিহিত করলেন শিক্ষামন্ত্রী