২০১৯ সালে সুইস ব্যাংকে ৫,৩৮৬ কোটি টাকা জমান বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৬ জুন ২০২০ | ২:০৩ পূর্বাহ্ণ

২০১৯ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৫ হাজার ৩৮৬ কোটি টাকা। সুইজারল্যান্ডের ন্যাশনাল ব্যাংক-এসএনবি’র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তাদের দেয়া তথ্য মোতাবেক, ২০১৯ সালে সুইস ব্যাংকে ৫ হাজার ৩৮৬ কোটি টাকা জমা করেছে বাংলাদেশীরা। এছাড়া গেল ১০ বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের সঞ্চয় বেড়েছে ১৫৬ শতাংশ।

ব্যাংকটির দেয়া বাৎসরিক হিসাবে, ২০১৮ সালে বাংলাদেশিরা জমা করে ৫ হাজার ৩৭৩ কোটি টাকা। আর ২০১৭ সালে সে পরিমাণ ছিলো ৪ হাজার ১৩৯ কোটি টাকা।

সুইস ন্যাশনাল ব্যাংকের গত ১০ বছরের হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৮ সালে সবচেয়ে বেশি টাকা জমা করেছেন বাংলাদেশিরা। সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের টাকার বড় একটি অংশই পাচার হয় বলে ধারণা করা হয়। অল্পকিছু অংশ বৈধ পদ্ধতিতে জমা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

মুক্ত ক্যাম্পাস/এসএম

পূর্ববর্তী নিবন্ধজুলাই থেকে ঢাবিতে অনলাইনে ক্লাস শুরু
পরবর্তী নিবন্ধপ্রাক প্রাথমিকে চার বছর বয়সেই ভর্তি