সিলেটে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

সিলেট প্রতিনিধি:
শনিবার, ১৮ এপ্রিল ২০২০ | ১:১০ অপরাহ্ণ
আখাউড়ায় করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তিনি। তার বাড়ী কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনাও সংগ্রহ করেছিল। সেই পরীক্ষার ফলাফল জানা যাবে আগামীকাল রবিবার। এরপর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।

জানা গেছে, একটি এ্যাম্বুলেন্সে করে লাশ পাঠিয়ে দেয়া হচ্ছে কানাইঘাটে। সেখানে উপজেলা প্রশাসন আইইডিসিআরের নিয়মানুযায়ী দাফনের ব্যবস্থা করবে।

মুক্ত ক্যাম্পাস/এসপি

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে সহজ শর্তে ৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ
পরবর্তী নিবন্ধআইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক