সিরাজগঞ্জে মুলিবাড়ী মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯ | ৩:২৬ অপরাহ্ণ | 110 বার পঠিত

সিরাজগঞ্জের মুলিবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে সিরাজগঞ্জ শহরে মূল প্রবেশ পথ মুলিবাড়ী চেকপোস্টে এ ইঞ্জিনটি বিকল হওয়ার কারণে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ঈশ্বরদী থেকে আসা ভারতীয় পাথর বোঝাই ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে আসার কথা। ট্রেনটি মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সাথে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি আটকে আছে।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধনদী থেকে তরুণীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধজবি আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ