সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় জিজ্ঞাসার জন্য আটক ৪

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ | ১১:১৯ পূর্বাহ্ণ | 104 বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় আট বগি লাইনচ্যুত হয়ে পাঁচটিতে আগুন ধরে যাওয়ার ঘটনায় রেলওয়ের ৪ খালাসি ও এক মিস্ত্রিকে জিজ্ঞাবাসের জন্য থানায় নিয়েছে জিআরপি থানা পুলিশ।

শুক্রবার সকালে তাদের থানায় নেওয়া হয়। আটকৃতরা হলেন, খালাসি আরিফুল ইসলাম এবং মিস্ত্রি আব্দুর রাজ্জাক ও মকবুল হোসেন কিন্তু অপর একজনের নাম জানা সম্ভব হয়নি।

তবে এ ঘটনায় স্টেশন মাস্টার ও লোকোমাস্টারের (চালক) বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।

এছাড়া এ ঘটনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক-উজ-জামানের নেতৃত্বে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে দুর্ঘটনার পরপরই পশ্চিমাঞ্চল রেল বিভাগ রাজশাহী, পাকশী ও সিরাজগঞ্জ জেলা প্রশাসন থেকে আরো ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়।

শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল (উল্লাপাড়া) পরিদর্শনে পশ্চিমাঞ্চল রেল বিভাগের রাজশাহীর মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ ও সহকারী মহাপরিচালক মিয়া জাহানসহ অন্যান্য কর্মকর্তারা।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি হারুন মজুমদার ও পশ্চিমাঞ্চল রেল বিভাগ, পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেল মন্ত্রণালয়ের আরেকটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মুক্ত ক্যাম্পাস/টি আর

পূর্ববর্তী নিবন্ধভারতে সরকারি চাকরির আশায় বাবাকে হত্যা
পরবর্তী নিবন্ধযবিপ্রবিতে বাফনা’র সভাপতি হাবিব, সম্পাদক আশরাফুল