সিঙ্গাপুরে লকডাউন বাড়লো জুন পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | ১০:০৪ অপরাহ্ণ | 107 বার পঠিত

সিঙ্গাপুরে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে ওঠায় লকডাউনের সময় বাড়ানো হয়েছে। সিঙ্গাপুরে লকডাউন চার সপ্তাহ বাড়িয়ে ১ জুন পর্যন্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুং এ ঘোষণা দেন। খবর স্ট্রেইট টাইমসের।

তিনি বলেন, ‘করোনা সংক্রমণ বাড়ছে। প্রতিদিন নতুন নতুন আক্রান্ত হচ্ছে। লকডাউনের কঠোরতা ভেঙ্গে পড়ায় এমন হচ্ছে। আমরা সকলেই এক সঙ্গে কাজ করছি।’

‘আপনি জানেন, মাত্র ১০ দিন আগে আমি যখন আপনাদের সঙ্গে শেষবার কথা বলেছিলাম তখন থেকে আমাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরীক্ষা করে প্রায় সবগুলোই আমাদের অভিবাসী কর্মীদের ছাত্রাবাসগুলিতে শনাক্ত করা হয়েছে।’

প্রধানমন্ত্রী লি সিয়েন বলেন, ‘মেয়াদ বাড়ানোয় অনেকে হয়তো হতাশ হবেন। তবে আমি আশা করব এই স্বল্পমেয়াদী যন্ত্রণা ভাইরাসকে পরাস্ত করার জন্য, আমাদের প্রিয়জনের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য।’

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে নিষেধাজ্ঞা আরো কঠোর করা হবে। সেবাখাতে এখনও যারা কাজ করছেন তাদের সংখ্যা কমিয়ে আনা হবে।

সিঙ্গাপুরে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক হাজার ১১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে দেশটির করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ১২৫ এ দাঁড়িয়েছে। গত ৬ এপ্রিল দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৭৫। এর পরের দিনই দেশটিতে ৪ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়।

ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইট থেকে জানা যায়, সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৯ হাজার ১২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১১ জন। তবে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮০১ জন মানুষ।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/রানা/এসপি

পূর্ববর্তী নিবন্ধসাকিবকে শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হবে ৩০ এপ্রিলের মধ্যে
পরবর্তী নিবন্ধকরোনায় মক্কা-মদিনার মসজিদে রমজানে উপস্থিতি স্থগিত