সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ | ১০:৩৭ পূর্বাহ্ণ
All-focus

সারাদেশে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

সূর্যোদয়ের সাথে সাথে সারাদেশের শহীদ স্মৃতি সৌধে ঢল নামে মানুষের। সেখানে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। মহান বিজয় দিবসে ঢাকাসহ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এদিকে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোর থেকে রংপুরে স্বাধীনতা স্মৃতি স্তম্ভে ভিড় করেন সর্বস্তরের মানুষ। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ময়মনসিংহে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। জেলার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এছাড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, সুনামগঞ্জ, শেরপুর, মৌলভীবাজার, খাগড়াছড়ি, মেহেরপুর, লক্ষ্মীপুরে জাতির বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধযশোরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
পরবর্তী নিবন্ধজাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা-ভালোবাসায় লাখো শহীদকে স্মরণ