সামর্থ্য অনুযায়ী টিউশন ফি দেয়ার প্রস্তাব শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৭ জুন ২০২০ | ১০:৪৯ অপরাহ্ণ
সব বিশ্ববিদ্যালয়কে অনতিবিলম্বে অনলাইন ক্লাস শুরুর তাগিদ শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

করোনা পরিস্থিতির মধ্যে টিউশন ফি আদায়ে অভিভাবকদের ওপর চাপ না দিতে বলা হয়েছে। অভিভাবকরা সামর্থ্য অনুযায়ী যতটুকু পরিশোধ করতে পারবেন তা নিয়ে প্রতিষ্ঠান চালিয়ে যেতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৭জুন) এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। ‘করোনায় শিক্ষার চ্যালেঞ্জ এবং উত্তরণে করণীয়’’ শীর্ষক এই ভার্চুয়াল সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোসতাক আহমেদ।

দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে অনেকে আর্থিক, মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। এ অবস্থায় অনেকের পক্ষে তার সন্তানের টিউশন ফি পরিশোধ করতে কষ্ট হচ্ছে। এ অবস্থায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সামর্থ্য রয়েছে তাদের আপাতত টিউশন ফি আদায় করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব সক্ষমতা নেই তাদের যতটা পারবে ছাড় দিয়ে অভিভাকদের সামর্থ্য অনুযায়ী ফি আদায় করে প্রতিষ্ঠান চালিয়ে রাখতে বলা হয়েছে।

এছাড়া বর্তমানে সংসদ টেলিভিশন, অনলাইন ক্লাস শুরু করা হলেও ৯০ শতাংশ শিক্ষার্থী নানা মাধ্যমে এ সুবিধার আওতায় এসেছে, ১০ শতাংশ বাইরে রয়েছে। তাদের কীভাবে এ সুবিধার আওতায় আনা সম্ভব হয় সেটি নিয়ে কাজ করছে বলেও তিনি জানান।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসক দম্পতি স্বপ্নীল-নুজহাত করোনামুক্ত
পরবর্তী নিবন্ধতিন ছাত্রনেতার উদ্যোগে জয় বাংলা অক্সিজেন সেবা