সাভারে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস খাদে, আহত তিন

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০ | ১১:১৬ পূর্বাহ্ণ
সাভারে এসএসসি পরীক্ষার্থীর বহনকারী বাস খাদে

ধামরাইয়ে ৩৩ জন এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে পড়েছে। এই দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে শিক্ষার্থীরা সবাই শঙ্কামুক্ত হওয়ায় পরীক্ষায় অংশ নিয়েছে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে ধামরাইয়ের বাটুলিয়া লুকাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার বসুন্ধরা মডেল স্কুলসহ তিনটি বিদ্যালয়ের ৩৩ জন এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে বাসটি ধামরাইয়ের আব্বাস উদ্দিন স্কুল কেন্দ্রে যাচ্ছিলো।

বাথুলি এলাকায় পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে। এতে আহত হন তিন পরীক্ষার্থী। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। পরে, পরীক্ষায় অংশ নেন দুর্ঘটনাকবলিত বাসটির শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধপরিবারকে সুখের মুখ দেখানোর জন্য ওমান, মেলেনি ছাইও
পরবর্তী নিবন্ধইতালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী