সাবেক স্বামীর এসিড নিক্ষেপ মা ও ছেলে দগ্ধ

জেলা প্রতিনিধি
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ | ১২:১৬ অপরাহ্ণ | 104 বার পঠিত

ডাক্তার দেখাতে এসে সাবেক স্বামীর ছোড়া এসিডে ঝলসে ঝলসে গেছে এক নারী ও তার চার বছর বয়সী শিশুপুত্র।

আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, রুপালী আক্তার (২৫) ও তার শিশুপুত্র রোহান সরকার (৪)।

ময়মনসিংহ নগরীর সারদা ঘোষ রোড এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নামাপাড়া এলাকায়।

ঘটনাস্থল থেকে সাবেক স্বামী হাফিজ উদ্দিনকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ ও আহতদের স্বজনরা জানায়, ত্রিশাল উপজেলার মোক্ষপুর গ্রামের মোতালেব সরকারের ছেলে হাফিজ আহমেদের সাথে একই উপজেলার নামাপাড়া এলাকার রুপালী আক্তারের বিয়ে হয় সাত বছর আগে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতো স্বামী হাফিজ। কয়েক দফা যৌতুকও দেয় রুপালীর পরিবার। পরবর্তীতে আরও যৌতুক দাবী করলে পরিশোধ করতে না পারায় এক বছর আগে স্ত্রীকে তালাক দেয়।

এ নিয়ে রুপালী আক্তার আদালতে স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেন। গত বুধবার (১১ ডিসেম্বর) আদালত এক রায়ে হাফিজুরকে ৩ লাখ ৮০ হাজার টাকা খোরপোশ (ভরণ-পোষণ) দেয়ার নির্দেশ দেন।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধব্যাপক বিক্ষোভের মধ্যেই নাগরিকত্ব বিলে ভারতের রাষ্ট্রপতির সই
পরবর্তী নিবন্ধরণক্ষেত্র আসাম, নেতা-মন্ত্রীর বাড়িতে হামলায় নিহত ৫