সাত কলেজের বাণিজ্য ইউনিটের ফলাফল প্রকাশ

এমসি রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ | ৩:৩৭ অপরাহ্ণ | 414 বার পঠিত
সাত কলেজের স্নাতকোত্তর পরীক্ষার রুটিন প্রকাশ

সাত কলেজ ফলাফল : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিবুক্ত সরকারি সাত কলেজের বাণিজ্য ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বাণিজ্য ইউনিটের ফল ওয়েবসাইটে দেখা যাচ্ছে। প্রার্থীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

এর আগে গত শুক্রবার (৫ নভেম্বর) সকাল দশটায় রাজধানী ঢাকার সাতটি কেন্দ্রে ২০২০-২১ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কমিটির দেওয়া তথ্যমতে, বাণিজ্য ইউনিটের ভর্তির পরীক্ষার জন্য এবছর আবেদন পড়েছে ২৩৭০০টি। বিপরীতে সাতটি কলেজে বানিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫৩১০টি। এরমধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা ৬০০ টি, ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা ১০৫৫টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ১৪৬৫টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ৪০০টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা ৭০০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১৩০ টি, সরকারি বাঙলা কলেজে আসন সংখ্যা ৯৬০টি।

তবে ভর্তি পরীক্ষার দিন সকাল থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট কারণে ভোগান্তি পোহাতে হয়েছে পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের৷

সাত কলেজ ফলাফল :

কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০। এর মধ্যে ঢাকা কলেজে রয়েছে ২ হাজার ৪২৫, ইডেন মহিলা কলেজে ৩ হাজার ১৫৫, সরকারি তিতুমীর কলেজে ৩ হাজার ৩০০, কবি নজরুল সরকারি কলেজে ১ হাজার ৬০০, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ১ হাজার ২৫০, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১ হাজার ১৮০, সরকারি বাঙলা কলেজে ১ হাজার ৪৪০টি।

ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা হারে বৃদ্ধির প্রতিবাদে বাস-ট্রাক বন্ধের ঘোষণায় পরীক্ষার দিন বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। চরম ভোগান্তি পোহাতে হয় কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের। ঢাকা কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থী জানায়, রাস্তায় বাস বন্ধ থাকায় কতটা ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। একইভাবে প্রায় প্রতিটি পরীক্ষার্থীকে ভোগান্তির শিকার হতে হয়েছে।

সাত কলেজ : 

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, কবি নজরুল সরকারি কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধজাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
পরবর্তী নিবন্ধরেইনট্রি হোটেলে ধর্ষণ : সাফাতসহ ৫ আসামি খালাস