সাত কলেজ শিক্ষার্থীদের টিকা গ্রহণের সময় বেড়েছে

এমসি রিপোর্ট
বুধবার, ০৩ নভেম্বর ২০২১ | ১০:১৭ অপরাহ্ণ
সাত কলেজের স্নাতকোত্তর পরীক্ষার রুটিন প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের করোনা টিকা গ্রহণের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডেডিকেটেড করোনা হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবেন।

বুধবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সাত কলেজের সমন্বয়ক (ভারপ্রাপ্ত) ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে টিকা গ্রহণের সময় বাড়ানো হয়েছে। অনেক বর্ষের পরীক্ষা চলমান থাকায় এসব শিক্ষার্থীরা টিকা গ্রহণ করতে পারেনি। এছাড়া কিছু শিক্ষার্থী নিবন্ধন জটিলতার কারণে এখনো রেজিষ্ট্রেশনও করতে পারেনি। তবে টিকা গ্রহণের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকা কলেজের অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) অধ্যাপক এটিএম মইনুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাত কলেজ শিক্ষার্থীদের আগামী ০৪ নভেম্বরের মধ্যে টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।

অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা টিকা গ্রহণ করতে পারবেন। তবে সব শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে। এ সময়ের মধ্যে টিকা না নিলে পরে শিক্ষার্থীদের নিজ দায়িত্বে নিতে হবে।

এর আগে, গত ২৪ অক্টোবর (শনিবার) অধিভুক্ত সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডেডিকেটেড করোনা হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ডিএনসিসি কেন্দ্রে এখন পর্যন্ত কত শিক্ষার্থী টিকা নিয়েছেন সে সংখ্যা এখনো নিশ্চিত নয়।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধজাকারিয়াকে নিয়ে দুই কোচিংয়ের টানা হেঁচড়া
পরবর্তী নিবন্ধযবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তি : আবেদন শুরু ১০ নভেম্বর