সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ | ৪:১৫ অপরাহ্ণ | 527 বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৫ নভেম্বর) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বাণিজ্য ইউনিটে ৫,২১০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২১,৮৮৫জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও বাণিজ্য ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় এবং কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভর্তি পরীক্ষা মোট ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং নীলক্ষেত হাই স্কুল।

মুক্ত ক্যাম্পাস/শোয়াইব/জেডআর

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা আজ
পরবর্তী নিবন্ধফরিদপুরে বাসস্ট্যান্ড থেকে জঙ্গি আটক