সাকিবের জন্য বিনিদ্র রাত কাটবে মাশরাফির

স্পোর্টস ডেস্ক
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ | ১২:৪২ পূর্বাহ্ণ | 441 বার পঠিত

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসির দুর্নীতি দমন ইউনিটের নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছেন মাশরফি বিন মর্তুজা। বাংলাদেশ দলে তার ১৩ বছরের সহযোদ্ধার ঘটনায় বিনিদ্র রাত কাটানোর কথা জানিয়ে মাশরাফি আশা করছেন, সাকিবের নেতৃত্বেই বাংলাদেশ ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলবে।

মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির দুর্নীতি দমন ইউনিটের রায়ে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের নিষিদ্ধাদেশ পান সাকিব। তিনবার জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও তিনি আইসিসির দুর্নীতি দমন ইউনিটে তা জানাননি। এতে দীর্ঘ সময় ধরে চলা তদন্তে দোষী প্রমাণিত হন তিনি।

দুর্নীতি দমন ইউনিটের জেরায় নিজের দোষও স্বীকার করেন সাকিব। ঘোষিত সাজা মেনে নিয়ে দুঃখ প্রকাশও করেন তিনি। জানান ফিরে আসার দৃঢ় প্রত্যয়।

সাকিব এমন দুঃসময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছিল। সেই আহবানের পর ওয়ানডে অধিনায়ক তার ফেসবুক পাতায় লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে আবেগঘন এক বার্তায় উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম লিখেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট…প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে একসঙ্গে ক্রিকেট খেলছি। তোকে ছাড়া মাঠে খেলতে হবে, ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে। আশা করছি তুই চ্যাম্পিয়ন ক্রিকেটারের মতোই ফিরবি। তোর সঙ্গে সবসময় আমার সমর্থন আছে। সারা বাংলাদেশ তোর সঙ্গে আছে। শক্ত থাকবি ইনশাআল্লাহ্‌।’

এর আগে শক্ত মানসিকতার পরিচয় দিয়ে স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। যেখানে তিনি লিখেছেন, ‘কিংবদন্তিরা কখনোই রাতারাতি কিংবদন্তি হয়ে যান না। তাদের অনেক কিছুর মধ্য দিয়েই যেতে হয়। কঠিন সময় আসবেই এবং তারা জানে কীভাবে শক্ত থেকে এসবের মোকাবেলা করতে হয়। আমরা জানি সাকিব আল হাসান কতটা শক্ত মনের মানুষ।’

‘এটা (আইসিসির নিষেধাজ্ঞা) বলা যায় নতুন শুরুর সূচনা। সে নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও শক্তভাবে ফিরে আসবে। ইনজুরির কারণে এর আগেও অনেকবার ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে। আমরা সবাই দেখেছি বিশ্বকাপে সে কী দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনাদের সবার সমর্থন ও ভালোবাসায় আমরা আপ্লুত। সকলের এই ঐক্যটা জাতি হিসেবে খুব দরকার আমাদের।’

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধখুবিতে ভর্তি পরীক্ষা সামনে রেখে নিরাপত্তা জোরদার
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে আগাম সাধারণ নির্বাচন ১২ ডিসেম্বর