সাইবেরিয়ায় যাত্রীবাহী বাস দুর্ঘটনা নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯ | ৬:৩৮ অপরাহ্ণ | 136 বার পঠিত

সাইবেরিয়ায় একটি যাত্রীবাহী বাস বরফাচ্ছন্ন নদীতে পড়ে ১৯ জন যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। রোববার (১ ডিসেম্বর) পূর্ব সাইবেরিয়ার জাবাইকালস্কি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

সরকার ও এএফপি সূত্রে জানা যায়, পূর্ব সাইবেরিয়ার জাবাইকালস্কি অঞ্চলে কুয়েঙ্গা নদীর উপরের ব্রিজ পার হওয়ার সময় বাসের একটি টায়ার ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বরফাচ্ছন্ন নদীতে পড়ে যায়।

এছাড়া বাসটিতে ৪০ জন যাত্রী ছিল । বাসটি শ্রেনটস্ক থেকে চিতার দিকে যাচ্ছিল।

জাবাইকালস্কি অঞ্চলের গভর্নরের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। এছাড়া উদ্ধারকাজ অব্যাহত রয়েছে ও উদ্ধার কাজে দুইটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

রাশিয়া সড়ক দুর্ঘটনা নতুন নয়। দেশটিতে অ্যালকোহল, ভঙ্গুর সড়ক ব্যবস্থা এবং ট্র্যাফিক নিয়ম অমান্য করায় প্রায়শ দুর্ঘটনা ঘটে থাকে।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধপেঁয়াজের দাম কবে কমবে তা বলা মুশকিলঃ বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধহামলাকারী আগেও সাজা খেটেছেন সন্ত্রাসের দায়ে