জামিন পেলেও ছাড়া পাচ্ছেন না সাংবাদিক কাজল

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ | ৩:০১ অপরাহ্ণ
জামিন পাননি সাংবাদিক কাজল

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় কারাবন্দি ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

শফিকুল ইসলাম কাজলের আইনজীবীরা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে জামিন পেলেও একই আইনে তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন থাকায় তিনি কারাগার থেকে বের হতে পারছেন না।

সাংবাদিকদের হয়রানি করায় ডিজিটাল নিরপত্তা আইনটি নাগরিক সমাজ এবং মানবাধিকার গোষ্ঠীর কাছে ব্যাপক সমালোচিত হয়েছে।

কাজলের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া গত মাসের শুরুর দিকে হাইকোর্ট বিভাগে জামিন আবেদন করেছিলেন। শেরেবাংলা নগর থানায় মাগুরা-১ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের দায়ের করা মামলায় কাজলকে আজ জামিন দেন আদালত।

কাজলের নামে হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা দায়ের হয়। ওই দুটি মামলা বিবেচনা করতে আদালতের আরও সময় প্রয়োজন। আগামী ১৫ ডিসেম্বর আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন বলে জানান কাজলের আইনজীবীরা।

গ্রেপ্তারের পর থেকে মোট ১৩ বার কাজলের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরাজয় না মেনেই ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প
পরবর্তী নিবন্ধপ্রাথমিকের আবেদন ১২ লাখ ছাড়াল, শেষ হচ্ছে আজ