৩ জেলায় নতুন পাঁচ সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৬ জুন ২০২০ | ২:৫০ পূর্বাহ্ণ | 158 বার পঠিত
শিক্ষকদের বেতন নিয়ে মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

নতুন পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো স্থাপনের বিষয়ে ইউজিসির মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে মতামত চেয়ে চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয়, নাটোর সদর উপজেলায় ডক্টর ওয়াজেদ আলীর নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, নাটোরের সিংড়া উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেহেরপুরের গাংনী উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্বাচনী এলাকা মেহেরপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মতামত চাওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলোর স্থাপনের বিষয়ে জরুরী ভিত্তিতে মতামত পাঠাতে বলা হয়েছে ইউজিসির চেয়ারম্যানকে।

এর আগে গত ২১ জুন নওগাঁ জেলায় পূর্ণাঙ্গ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার লক্ষে জরুরি ভিত্তিতে খসড়া আইন প্রণয়ন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত ওই চিঠিটি ইউজিসি চেয়ারম্যান বরাবার পাঠানো হয়।

যাতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নওগাঁ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের নিমিত্তে যুগপোযোগী একটি খসড়া আইন প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, চারটি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এবং মেহেরপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে গতবছর ডিও পাঠানো হয়েছিল।

মুক্ত ক্যাম্পাস/এসপি

পূর্ববর্তী নিবন্ধপ্রাক প্রাথমিকে চার বছর বয়সেই ভর্তি
পরবর্তী নিবন্ধপাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে ভুয়া লাইসেন্সধারী ২৬২ পাইলট