সমন্বিত ৯ ব্যাংক লিখিত পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশ

এমসি রিপোর্ট
মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২ | ১২:৪৭ পূর্বাহ্ণ
রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংকে ৭৭১ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরিপ্রার্থীদের বহুল কাঙ্খিত সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০১৮ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এই পরীক্ষায় ৬ হাজার ২৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির জানানো হয়েছে, সমন্বিত ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) পদে লিখিত পরীক্ষায় ৬ হাজার ২৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

এর আগে গত ১৮ মার্চ ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০১৮ সালভিত্তিক অফিসার (জেনারেল)-এর ২০৪৬টি পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফল দেখতে ক্লিক করুন এখানে

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে ১১ সেপ্টেম্বর থেকে। এই পরীক্ষা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুই শিফটে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক শিফটে প্রার্থীর সংখ্যা ৭৫ জন। মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সমন্বিত ৯ ব্যাংক লিখিত পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশ

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে: সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, কর্মসংস্থান ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

সর্বমােট ২০৪৬টি পদ: সােনালী ব্যাংক লি: (৩১৫টি), জনতা ব্যাংক লি: (৩৬৯টি), রূপালী ব্যাংক লি: (৪৭০টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি: (১৪টি), বাংলাদেশ কৃষি ব্যাংক (৫৩০টি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (২৮৯টি), বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (৪৭টি), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (০৫টি) ও কর্মসংস্থান ব্যাংক (০৭টি)।
উক্ত শূন্য পদে নিয়ােগের লক্ষ্যে সচিবালয়ের ১৬-০২-২০২০ তারিখের নিয়ােগ বিজ্ঞপ্তি নং- ১৭/২০২০ এর প্রেক্ষিতে গত ১৮-০৩-২০২২ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬২৪৭ প্রার্থীর মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

***২০৪৬ পদে সমন্বিত ৯ ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

পদের নাম: অফিসার জেনারেল

মৌখিক পরীক্ষার তারিখ: ১১/০৯/২০২২ তারিখ থেকে ১০/১১/২০২২ তারিখ পর্যন্ত

পূর্ববর্তী নিবন্ধযানজট এড়াতে এসএসসি পরীক্ষা শুরু সকাল ১১টায়
পরবর্তী নিবন্ধরেলওয়ে সহকারী স্টেশন মাস্টার রেজাল্ট ২০২২