সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ৬:১৭ অপরাহ্ণ | 157 বার পঠিত
ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার

ইউজিসি প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অংশ নেবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া বেশ কয়েকজন শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আগের নিয়মেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও ঢাবির অংশগ্রহণ সম্পর্কে দ্বিমত পোষণ করেছে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র সংগঠন গুলো। তাদের দাবি ঢাবির স্বাতন্ত্র ও ঐতিহ্য বজায় রাখার স্বার্থে সমন্বিত ভর্তি পরীক্ষায় ঢাবির অংশগ্রহন করা অনুচিত।

উল্লেখ্য, দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। তবে এ প্রক্রিয়ায় অংশ না নেয়ার সিদ্ধান্ত আরও আগে জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/মিরহাজুল/এসকে

পূর্ববর্তী নিবন্ধচবিতে ক্লাসরুম সংকট নিরসনের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন
পরবর্তী নিবন্ধজবিতে উদযাপিত হলো উদীচি শিল্পীগোষ্ঠীর ‘আমার মাতৃভাষা’