সব রুটে  বাস চলাচল শুরু 

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ | ৯:৪৩ পূর্বাহ্ণ | 103 বার পঠিত

নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনের দাবিতে চারদিন বন্ধ থাকার পর খুলনা থেকে দেশের সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সকাল থেকে খুলনা থেকে দেশের সব রুটের বাস নিয়মিত চলাচল শুরু করেছে। এর ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে গত রবিবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। গত বৃহস্পতিবার রাত ১০ টায় খুলনা থেকে ঢাকা রুটে কয়েকটি বাস ছেড়ে যায়।

আর তারপর থেকেই শুক্রবার সকাল থেকে পুরোদমে বাস চলাচল শুরু হয়।

গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর সোমবার থেকে আইনটি প্রয়োগ শুরু করে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)।

এরপর থেকেই দেশের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা। বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে নেন বাস শ্রমিক মালিকরা।

মুক্ত ক্যাম্পাস/এএম আর

পূর্ববর্তী নিবন্ধআবরার হত্যা: স্থায়ীভাবে ২৬ শিক্ষার্থী বহিষ্কার
পরবর্তী নিবন্ধকলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী